Skip to main content

Posts

Showing posts from December, 2024

ভাষার গরজে বিশেষ ‘ভাষা প্রণাম’ সংখ্যা ‘মনু থেকে ফেনী’

ত্রিপুরার দীর্ঘতম নদী হিসেবে পরিচিত মনু নদী যার অন্তপথ প্রতিবেশী দেশ বাংলাদেশে এবং বাংলাদেশের একটি আঞ্চলিক নদী ফেনী যার উৎস ভারতের ত্রিপুরা রাজ্য - এই দুই নদীর নাম নিয়েই পত্রিকানাম ‘ মনু থেকে ফেনী ’ । স্বভাবতই ভারত ও বাংলাদেশের পারস্পরিক সাহিত্যচর্চাই এই পত্রিকার মূল প্রতিপাদ্য বিষয় । যেহেতু রক্তাক্ত উনিশ ও একুশের প্রেক্ষাপটে এবং ভাষা আন্দোলন ও ভাষা শহিদের আত্মত্যাগের গরিমাগাথায় বাংলা ভাষার সাহিত্যক্ষেত্রটি ওতপ্রোত হয়ে জড়িয়ে রয়েছে তাই পত্রিকায় দুই দেশের কবি লেখকের উপস্থিতি যতটা স্বাভাবিক ততটাই সংগত। কবি, লেখক বিজন বোস যত্ন সহকারে সম্পাদনা করে আসছেন পত্রিকাটির। তাঁর ভাবনার প্রতিফলন এভাবে ফুটে উঠেছে সম্পাদকীয়তে - ‘...বাংলা ভাষাকে রক্ষা করার, লালন করার এবং তাকে অন্তহীন শুভ পরিণতির দিকে এগিয়ে নিয়ে চলার দায়িত্ব নীতি-প্রণয়নকারীদের সঙ্গে লেখক ও সম্পাদকদেরও নিতে হবে। সেই ভাবনা থেকেই ‘মনু থেকে ফেনী’র পঞ্চম সংখ্যার মতো ষষ্ঠ সংখ্যাও ‘ভাষা প্রণাম’ সংখ্যা।’ বাংলা ভাষাবিষয়ক চিন্তা-চর্চা কিংবা শহিদ-স্মরণ যে শুধু উনিশ আর একুশেই সীমাবদ্ধ নয় তারই রকটি নান্দনিক প্রকাশ এই সংখ্যা। পক্ষান্তরে এমনও বলা য...

জল-ছলছল কথা

এ মন বড় নরম মাটির তাল, কেউ বলে , যা শিখেছ - সব মিথ্যে ইতিহাস কেউ বলে , তাই ? বৃথা এত পরিহাস । এ মাটি আবাদ করেছে কেউ গড়েছে আপন করে , ভেঙে করে চৌচির। আজ সবকিছু হয়েছে স্থির ।   কথার ভেতর লুকিয়ে থাকে কত কথা। ছন্নছাড়া কিছু , কিছু পরিপাটি নিটোল কারো সবেতেই তালগোল । সব থেকে যায় লুক্কায়িত , ঋদ্ধ ভেতরমহল মনের মধ্যে নিত্য হিসেবনিকেশ, বাইরে শুধুই বাহবা , বাহবা , বেশ । মন ভুলেনি কথার সাগর , মিথ্যে বড়াই। হোক না মিছে তবু তোমার , আমার সেই ইতিহাস চাই । আজ, মাথার ভেতর শুধুই নিরেট ছাই । আর আছে শুধু জল, শেষের বেলায় - এ দু ’ টোই সম্বল ।   একদিন তো শব হবে সব। লেখা আছে কপালে, অমোঘ সত্য সার ছাই হবে দেহ কিংবা মেলাবে মাটিতে, মিছে আসা ধরণীতে। মিছে শুধু আসা যাওয়া, মিছে এ তরণী বাওয়া   কুড়িয়ে নেওয়া টুকরো সুখেই আত্মহারা সেই বেলা , কিছু খুনশুটি খেলা। যতটা সুখ , বহুগুণ দায়, প্রজন্মসুখের নির্মাণ - সুখ দায়। স্বেদবিন্দুধারা ঝরেছে অঝোর ধারায়। শুধু ছোটাছুটি এধার ওধার, খুঁজে মরা শুধু পায়ের তলায় শক্ত মাটির আধার। কত নদীপথে বয়ে গেছে কত জল, গর্ভজল থেকে চিতাজল সেই নদী জানে সব কথা, গহ্বরে যার ধরা আছে সব অনন্ত...