এই বয়সে এতটা অনুভব ? অনুভূতির এত সূক্ষ্ম পর্যালোচনা ? সামনে পড়ে রয়েছে এক দীর্ঘ কবি-জীবন। কবি চান্দ্রেয়ী দেব তাঁর সম্প্রতি প্রকাশিত কাব্যগ্রন্থ ‘রোদের চিঠি’তে পাতার পর পাতা জুড়ে অনুভবের যে ফিরিস্তি দিয়েছেন কবিতায় কবিতায় তা থেকে একটি কথাই স্পষ্ট যে আখেরে লম্বা রেসের ঘোড়া হওয়ার এক স্পষ্ট ঘোষণা হয়েই গেল এই চেনা কবিতাবিশ্বে। পৃথিবীর বুকে বোধবুদ্ধি জন্মাবার পর যে সামান্য সময়টুকু কবি অতিক্রম করেছেন তাতেই ভরে উঠেছে তাঁর অনুভূতির ভাণ্ডার। জীবন্ত অতীত আর সমৃদ্ধ ভবিষ্যতের মাঝখানে একাকী দাঁড়িয়ে একদিকে কবি যেমন লিখতে পারেন -
যদি ছুঁতে পারতাম মাথার উপরের খোলা আকাশটাকে
হাজার রকম প্রশ্নেরা ঘুরপাক খেত
সাদামাটা হৃদয়ের দালান জুড়ে...
...দিনগুলো বড্ড বড্ড ভালো ছিল
আলোয় মোড়ানো কল্পনা ছিল
ভাবনাহীন ছোট্ট জগৎ ছিল
এক নির্ভেজাল শৈশব ছিল। (কবিতা মন যেতে চায়)
তেমনি আবার লিখেন -
একা থাকতে শেখো...
সেখানে তুমি হবে রাজার রাজা
সেখানে তুমি হবে আসমানের পূর্ণিমার চাঁদ
তুমি পৌঁছে যাবে সাফল্যের অন্তিম দোরগোড়ায়
তুমি খুঁজে পাবে শ্রেষ্ঠত্বের নিজ ঠিকানা। (কবিতা - একা হয়ে যাও)
শব্দ, কথা ও গল্পদের নিয়ে কবি সাজিয়েছেন তাঁর একের পর এক কবিতা। কবি তাই লিখেন - রাতের প্রহর বিদায় নিলে সকালের আলোয়/ আমির মাঝে জায়গা করে নেওয়া অজস্র শব্দ/ আজও আছে বোবার বেশে শর্বরীর প্রতীক্ষায়...। বলা যায় শব্দের, কথার মোহে আবিষ্ট কবি এমন ইঙ্গিত দিতে সফল যেখানে শব্দের, কথার, কবিতার এক বিশাল জগৎ তাঁর চোখের সামনে নিরন্তর উন্মোচিত হয়ে চলেছে। সেই হিসেবে কবি চান্দ্রেয়ী যে ধীরে ধীরে একটি নির্ধারিত আসনের দিকে ধাবমান তাতে সন্দেহ থাকার কথা নয়। একদিন প্রবীণ কবিদের আসন ছেড়ে দিতেই হয় নবীনের জন্য। সেই দিন কিজানি সমাগত।
৬০ পৃষ্ঠার পাকা বাঁধাই বইয়ের ৫৩ পৃষ্ঠা জুড়ে রয়েছে সমসংখ্যক কবিতা। বহু আধুনিক বানান সন্নিবিষ্ট হলেও বিভ্রাটও রয়ে গেছে বেশ কয়েকটি বানানে। কাগজের মান, ছাপা, অক্ষর বিন্যাস যথাযথ। সব মিলিয়ে নক্ষত্রলোক থেকে যেন এক আশার আলো বয়ে নিয়ে এল ‘রোদের চিঠি’।
বিদ্যুৎ চক্রবর্তী
প্রকাশক - স্কলার পাবলিকেশন, শ্রীভূমি।মূল্য - ১৫০ টাকা, যোগাযোগ - ৯৯৫৪৫৫৯১৪৯
Comments
Post a Comment