এই যে কথায় কথায় ভালোবাসাবাসি
কিংবা ঠোকাঠুকি সাঁঝসন্ধ্যা জুড়ে
কী তার ইতিহাস ? ভেবেছি কখনও ?
হয়তো ভাবিনি, অথচ ফি বছরে
স্বেদবিন্দু যখনই বেয়ে নামে
প্রথম গ্রীষ্মবেলায়, পথের ধারে নিয়ম মেনে
কৃষ্ণচূড়া আকাশে ছড়ায় লাল,
তখনই কোথা থেকে যে ঘিরে ধরে এসে
একগুচ্ছ অভিমান আর দুঃখসুখের ছায়া,
গায়ে মাখি
প্রত্যয়ে - আমাদের উনিশের মায়া।
কিংবা ঠোকাঠুকি সাঁঝসন্ধ্যা জুড়ে
কী তার ইতিহাস ? ভেবেছি কখনও ?
প্রথম গ্রীষ্মবেলায়, পথের ধারে নিয়ম মেনে
একগুচ্ছ অভিমান আর দুঃখসুখের ছায়া,
Comments
Post a Comment