চোখে চোখ পড়তেই কী যেন এসে
বিঁধেছে বুকে, কোথাও দেখেছি তারে।
হাতড়ে বেড়াই এক বিশাল জীবন -
এক জীবনে কত মানুষের মুখ
মনে রাখা যায় ? বিষম এ দায়।
চোখে তার চোখ রেখে দেখেছি যে ছবি
সে ছবি আমার নয়, এইটুকু সার
বাকি সব বর্জ্য শুধু, সবই অসার।
বিঁধেছে বুকে, কোথাও দেখেছি তারে।
হাতড়ে বেড়াই এক বিশাল জীবন -
এক জীবনে কত মানুষের মুখ
মনে রাখা যায় ? বিষম এ দায়।
চোখে তার চোখ রেখে দেখেছি যে ছবি
সে ছবি আমার নয়, এইটুকু সার
বাকি সব বর্জ্য শুধু, সবই অসার।
Comments
Post a Comment