কাকতাড়ুয়ার সংসার থেকে চঞ্চু ভরে
যে সাহসী পক্ষীটি
নিয়ে যায় এক টুকরো ছিন্ন বসন
আমি তার চোখে দেখেছি
এক মৃত মানুষের ছায়া -
যে মানুষটি জীবদ্দশায় রোপণ করেছিল
এক টুকরো ভবিষ্যৎ,
ভাবীকালের চিহ্ন রেখে যেতে।
কাকতাড়ুয়ার নগ্ন শরীরে সযতনে
পরিয়ে দিয়েছিল শখের কামিজ।
পক্ষীর চঞ্চুতে উড়ে যায় খণ্ডিত শখ -
খণ্ডিত সুখ - অন্য কোথা, অন্য কোনোখানে
যেখানে সুখশয্যায় লালিত হবে পক্ষীশাবক
জীবন থেকে জীবনে হস্তান্তরিত হবে
এক অন্য ভবিষ্যৎ, এক ভিন্ন ভাবীকাল।
যে সাহসী পক্ষীটি
নিয়ে যায় এক টুকরো ছিন্ন বসন
আমি তার চোখে দেখেছি
এক মৃত মানুষের ছায়া -
যে মানুষটি জীবদ্দশায় রোপণ করেছিল
এক টুকরো ভবিষ্যৎ,
ভাবীকালের চিহ্ন রেখে যেতে।
কাকতাড়ুয়ার নগ্ন শরীরে সযতনে
পরিয়ে দিয়েছিল শখের কামিজ।
পক্ষীর চঞ্চুতে উড়ে যায় খণ্ডিত শখ -
খণ্ডিত সুখ - অন্য কোথা, অন্য কোনোখানে
যেখানে সুখশয্যায় লালিত হবে পক্ষীশাবক
জীবন থেকে জীবনে হস্তান্তরিত হবে
এক অন্য ভবিষ্যৎ, এক ভিন্ন ভাবীকাল।
Comments
Post a Comment