আপাতদৃষ্টিতে তন্বী মনে হলেও দুই মলাটের ভেতর রয়েছে নেই নেই করেও ৫১টি কবিতা । ৬৪ পৃষ্ঠার হার্ডবোর্ড বাঁধাই গ্রন্থের ব্লার্বগুলো খালি থাকলেও রয়েছে দুই অনুচ্ছেদের সংক্ষিপ্ত একটি ভূমিকা , রয়েছে সচিত্র সংক্ষিপ্ত পরিচিতি - শেষের পাতায় । এ হল গিয়ে আকৃতি । প্রকৃতি কেমন …? কবি লিখছেন - ‘… লিখতে ভালোবাসি । দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটাতে আবোলতাবোল যা মনে আসে লিখে রাখি । সেগুলো হয়ে যায় কবিতা … । ’ প্রথমেই বলে নেয়া ভালো - গ্রন্থটি কবি উৎসর্গ করেছেন তাঁর ‘ জীবনসঙ্গী ’ কে । স্বভাবতই থাকছে একগুচ্ছ প্রেমের কবিতা। এর বাইরে উপর্যুক্ত ‘আবোলতাবোল’ শব্দটি আসলে রূপক হিসেবে ধরে নেয়া যেতে পারে, যেখানে আবোলতাবোল মানে হচ্ছে ভাবনা ও বিষয়ের বৈচিত্র। ‘জীবনসঙ্গী’ শব্দটি যদিও এক বিশেষ সঙ্গীকেই বোঝায় তবু মানুষ তার জীবনে কি সঙ্গী হিসেবে একজন মানুষকেই শুধু পায়? জীবনের চলার পথে মুখোমুখি হওয়া অঢেল ছবি, অসংখ্য মুখ, অগুনতি স্মৃতি আর অনুভব তো তার সারাটি জীবন ধরে লব্ধ সম্পদ হিসেবে সাথে সাথে চলে জীবনভর। কবি আসলে এ সবকিছুকে নিয়েই গড়েছেন তাঁর খেলাঘর। শব্দের খেলাঘর, কবিতার খেলাঘর। প্রেম-ভালোবাসা, শৈশবের যাপিত বেলার স্...
স্বপ্নের ফেরিওয়ালা