হে মহামহিম, ‘সেদিন যাহা বলিয়াছিলাম
তাহা ছিল সর্বৈব মিথ্যা।‘
অসাধু হয়ে বলেছিলাম সাধু কথায় -
‘যাহা বলিব, সত্য বলিব। সত্য বই ......’
আজ কবুলনামা দাখিল করছি বিধাতার এজলাসে
এক মিথ্যাবাদীর মুখে সেদিন
এক তরুণ তুর্কির দল হেনেছিল
অম্লমধুর চপেটাঘাত। এরপর উর্দিধারীর দৌরাত্ম্যে
চাঁদের আলোয় আসর বসেছিল
মিষ্টিমধুর কণ্টকবনে, আমরা ক’জন, সাধুজন
চুপিসারে উপভোগ করেছি সত্যের জয়।
হে মুদিতনয়না, আপনি তো অন্ধ ছিলেন
আমরা ছিলাম না। আমরা আজও অন্ধ নই
মিথ্যার ইতিহাস যাঁরা লিখে যান,
তাঁদের আমরা কোনো এজলাসে
যেতে দিতে চাই না, বিচার হোক তাঁদের
পথের বিচারশালায়, যে পথ ধরে বেজে ওঠে রোজ
নওজোয়ানের মার্চপাস্টের ভেরি,
সত্যের ঠিকানা লেখা হোক প্রতিটি মাইলফলকে।
তাহা ছিল সর্বৈব মিথ্যা।‘
অসাধু হয়ে বলেছিলাম সাধু কথায় -
‘যাহা বলিব, সত্য বলিব। সত্য বই ......’
আজ কবুলনামা দাখিল করছি বিধাতার এজলাসে
এক মিথ্যাবাদীর মুখে সেদিন
এক তরুণ তুর্কির দল হেনেছিল
অম্লমধুর চপেটাঘাত। এরপর উর্দিধারীর দৌরাত্ম্যে
চাঁদের আলোয় আসর বসেছিল
মিষ্টিমধুর কণ্টকবনে, আমরা ক’জন, সাধুজন
চুপিসারে উপভোগ করেছি সত্যের জয়।
হে মুদিতনয়না, আপনি তো অন্ধ ছিলেন
আমরা ছিলাম না। আমরা আজও অন্ধ নই
মিথ্যার ইতিহাস যাঁরা লিখে যান,
তাঁদের আমরা কোনো এজলাসে
যেতে দিতে চাই না, বিচার হোক তাঁদের
পথের বিচারশালায়, যে পথ ধরে বেজে ওঠে রোজ
নওজোয়ানের মার্চপাস্টের ভেরি,
সত্যের ঠিকানা লেখা হোক প্রতিটি মাইলফলকে।
Comments
Post a Comment