আমরা ও ওরা আমরা - জমায়েতে বিদেশ থেকে রোগ বীজাণু ছড়াব - মাস্ক্ না পরে ভাইরাসকে আলিঙ্গনে জড়াব। আমরা - ডাক্তার নার্স দেখলে পরেই খুব করে থু ছিটাব পুলিশের গায় হিসির বোতল ফেলেই ছুটে পালাব। আমরা - হাসপাতালে সুযোগ পেলেই ডাক্তারদের পেটাব নার্সগুলোকে দেখলে পরেই অশ্লীলতায় ক্ষেপাব। আমরা - হুমড়ি খেয়ে করব বাজার না খেয়ে না মরব অসুখ নিয়েই থাকব ঘরে ধরতে এলে দৌড়াব। আমরা - বাইরে থেকে রাজ্যে এসে রাজার আদর চাইব তা না পেলে নাটক করে সরকারি ঘর ভাঙব। আমরা - তলে তলে আঁটব ফন্দি বিদ্রুপে বিষ ছড়াব শব্দে আলোয় সম্মানিত না করে রঙ চড়াব। ওরা মরছে খেটে সবার জন্য ঘর সংসার গোল্লায় আজ দিনে রাতে মৃত্যু শিরে অবিশ্রান্ত কাজ আর কাজ। মাস্কটি পরে এক মিনিটেই সবাই যখন বেদম হয় ওরা তখন পি পি ই কিটে ঘন্টা জুড়ে দাঁড়িয়ে রয়। লক ডাউনে সবাই যখন পথে পথে রোগ ছড়ায় ওরা তখন রোদে জলে শৃঙ্খলারই পাঠ পড়ায়। অবুঝ মানুষ রাস্তা ঘাটে আবর্জনার স্তুপ গড়ে ওরা তখন হাসি মুখে সাফ করে সব রোদ , ঝড়ে। এমনি করে জগৎ জুড়ে চলছে যুদ্ধ অবিরাম পদ্যে তোমায় - হে সেনানী কৃতজ্ঞতা আর প্রণাম। ...
স্বপ্নের ফেরিওয়ালা